কাঙ্খিত ছোট্ট একটি বাড়ি, তাকে যত সুন্দর করে সাজানো যায় তার প্রাণান্তর চেষ্টা আদিকাল থেকেই মানুষ করে আসছে। বিশ্বময় গগণচুম্বি অট্টালিকা নির্মিত হচ্ছে, কত মিলিয়ন-মিলিয়ন ডলার নির্মাণ ব্যয় হচ্ছে, তবু যেন মানুষের সাধ মেটে না। আগ্রার তাজমহল আজও বিশ্বময় অত্যাশ্চর্য নির্মাণকীর্তি হিসেবে মানুষের মনে রেখাপাত করছে। যোগাযোগ অবকাঠামো, আবাসন অবকাঠামো, পরিকল্পিত শহর নির্মাণে যে কৌশল মানুষ আবিষ্কার করেছে, এ কৌশলীদেরকেই আজ পুরকৌশলী অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে গণ্য করা হয়। দালান-কোঠা, রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাঁধ, ওয়াটার ওয়ার্কস,