“পিঠা মানেই আমাদের শেকড়ের সুর আর ঐতিহ্যের মিষ্টতা।” চলছে খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটে পিঠা উৎসব ...।।
প্রকাশন তারিখ
: 2025-02-24
শীতকালে পিঠা খাওয়ার আনন্দ, মাটির চুলায় পিঠা বানানোর উষ্ণতা, আর খেজুর গুড়ের মিষ্টি গন্ধে ঘরে ঘরে উৎসবের পরিবেশ তৈরি হয়। পিঠা শুধু পরিবারের সবাইকে একত্রিত করে না; এটি নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচিত করায় এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।